বদলে যাচ্ছে WhatsApp!আসতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, দেখে নিন এক নজরে

Whatsapp Update: দীর্ঘদিন ধরেই Instagram এবং Facebook-এ এই বিশেষ ফিচার Avatar ব্যবহার করতে পারেন সকলে। আশা করা হচ্ছে, WhatsApp শীঘ্রই এটি এই ফিচার আনবে

WhatsApp is changing! Some important changes are coming
source- CNBCTV18

প্রায় প্রতি মাসেই WhatsApp তার ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসে। এই ফিচারগুলির কোন কোনটা বিটা ভার্সনে আসে, তা থেকে বোঝা যায় ফিচারটি সকলের জন্য শীঘ্রই চালু করে দেওয়া হবে। WhatsApp বর্তমানে অনেকগুলি ফিচার নিয়ে কাজ করছে এবং সে গুলির মধ্যে কয়েকটি খুব শীঘ্রই সকলের ফোনে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক নজরে দেখে নিন WhatsApp-এর আসন্ন কয়েকটি ফিচারের তালিকা —

Personal Chat:WhatsApp-এ নোট নেওয়া সুবিধা – WhatsApp তার ডেস্কটপ গ্রাহকদের জন্য ‘সেলফ-নোটস’ ফিচার নিয়ে কাজ করছে বলে জানা গিয়েছে। ফিচারটি ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে নিজস্ব-নোট নেওয়ার অনুমতি দেবে। Personal Chat ফিচারটি ভবিষ্যতে Android এবং iOS-এও আসবে বলে আশা করা হচ্ছে।

  • Undo Delete:মুছে ফেলা বার্তা পুনরুদ্ধারের সুবিধা – Undo Delete ফিচার হল Delete For Everyone ফিচারের একটি সংযোজন। এই ফিচারটি ভুলবশত মুছে ফেলা বার্তাগুলিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য ডিজাইন করা হয়েছে। ফিচারটি বর্তমানে WhatsApp বিটা ব্যবহারকারীদের একটি নির্বাচিত গ্রুপে পরীক্ষা করা হচ্ছে। আশা করা যায় শীঘ্রই অ্যাপটির সকলের কাছে পৌঁছে যাবে।
  • Past Participants:গ্রুপের প্রাক্তন সদস্যদের দেখার সুযোগ – কোনও গ্রুপের প্রাক্তন সদস্য, যাঁরা কোনও কারণে গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছ গিয়েছেন তাঁদের দেখা যাবে এই ফিচারের মাধ্যমে। তবে এ ক্ষেত্রে একটি সময় সীমা থাকবে। গত ৬০ দিনে যাঁদের গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বা তাঁরা সরে গিয়েছেন তাঁদেরই দেখা যাবে। অ্যাডমিন-সহ সমস্ত সদস্যই এই ফিচার ব্যবহার করতে পারবেন।
  • WhatsApp Avatar:ফেসবুক অবতারের সংস্করণ – Meta চাইছে WhatsApp-এও অবতারের অবতারণা করতে। দীর্ঘদিন ধরেই Instagram এবং Facebook-এ এই বিশেষ ফিচার Avatar ব্যবহার করতে পারেন সকলে। আশা করা হচ্ছে, WhatsApp শীঘ্রই এটি এই ফিচার আনবে। ইতিমধ্যে কিছু বিটা ভার্সনে এটি পরীক্ষা করা হচ্ছে। WhatsApp-এ অবতারগুলি ব্যবহারকারীদের তাঁদের নিজস্ব 3D অবতার তৈরি করতে সাহায্য করবে। এমনকী সেগুলি Story, Chat ইত্যাদিতেও ব্যবহার করা যাবে৷ মনে করা হচ্ছে ব্যবহারকারীরা ভিডিও কলের সময়ও তাঁদের নিজস্ব চেহারা লুকানোর জন্য এটি ব্যবহার করতে পারবেন৷
  • Status Reaction:WhatsApp স্ট্যাটাসের জন্য ইমোজি- WhatsApp মেসেজের ক্ষেত্রে যেমন Reaction দেওয়া যায়, তেমনই ব্যবহারকারীরা শীঘ্রই ইমোজি দিয়ে WhatsApp Status-এও প্রতিক্রিয়া জানাতে সক্ষম পারবেন। ফিচারটি ইতিমধ্যেই Facebook এবং Instagram-রয়েছে। WhatsApp-এও তা আসতে চলেছে বলে আশা করা হচ্ছে।
  • Bug Report:বাগ বা সমস্যা রিপোর্ট করার সুবিধা – WhatsApp ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে কোনও সমস্যার সম্মুখীন হন তা হলে তাঁরা রিপোর্ট করতে পারবেন। যদিও, ইতিমধ্যেই সেটিংসে একটি অপশন রয়েছে যা ব্যবহারকারীদের সমস্যার রিপোর্ট করতে দেয়। তবে, সংস্থাটি এর জন্য একটি পৃথক বিভাগে কাজ করছে বলে জানা গিয়েছে।
  • Admin Delete: গ্রুপের নিয়ন্ত্রণ – এই ফিচারটি অ্যাডমিনদের ক্ষমতা দেয় গ্রুপের উপর আরও নিয়ন্ত্রণ বজায় রাখার। ফিচারটি অ্যাডমিনদের গ্রুপ চ্যাট থেকে যে কোনও বার্তা মুছে ফেলার অনুমতি দেয়।
  • Hide Online Status:গোপনীয়তা রক্ষার পদক্ষেপ – WhatsApp সুরক্ষা এবং গোপনীয়তা (Safety And Privacy) নিয়ে নিরন্তর কাজ করে চলেছে। এ সব ফিচার ব্যবহারকারীর হাতেই এমন ক্ষমতা তুলে দেয় যা তাঁর গোপনীয়তা রক্ষা করতে পারে। আর তাতেই সুরক্ষিত থাকে তাঁর অ্যাকাউন্ট। এই ফিচারের সর্বশেষ সংযোজন হল Online Status লুকিয়ে রাখার ক্ষমতা। কোনও ব্যবহারকারী Online থাকলেও WhatsApp আর তা দেখাবে না। প্ল্যাটফর্ম দু’টি নতুন অপশন আসবে, EveryOne এবং Same as Last Seen। সেটিংসের পরিবর্তন করে এগুলি বেছে নিতে হবে।
  • Companion Mode: একাধিক ডিভাইসের সুযোগ – WhatsApp তার ব্যবহারকারীদের একটি ডিভাইসে লগ-ইন (Log-in) করতে দেয়। প্রাথমিক ডিভাইস (Privacy Device) এবং তারপরে PC-র মতো অন্য ডিভাইসে লগ-ইন করার জন্য লিঙ্ক করা ডিভাইসের ফিচার ব্যবহার করতে হয়। কিন্তু এ বার তারা Companion Mode নামে একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীদের প্রথম ডিভাইস থেকে লগ আউট না করেই অন্য মোবাইল ডিভাইস লিঙ্ক করতে দেবে।
  • Profile Photos for Groups: গ্রুপের সদস্যদের ছবি – এখন গ্রুপ চ্যাটে কোনও সদস্যদের প্রোফাইল ছবি অন্তর্ভুক্ত করা হয় না। কিন্তু আগামী দিকে WhatsApp চ্যাটের রঙিন কোডিংয়ের পরিবর্তে সদস্যদের প্রোফাইল ছবি দেখাবে। ফিচারটি বর্তমানে অ্যাপটির বিটা চ্যানেলে পরীক্ষা করা হচ্ছে।

this news Source by – bengali.news18.com

Leave a Comment